গাজীপুরের তিন উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রকাশিত : ০৯:০৯, ৮ মে ২০২৪
প্রথম ধাপে গাজীপুরের তিন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে শুরু হয়েছে।
আজ বুধবার সকাল থেকে গাজীপুরের কাপাসিয়া উপজেলা ও কালীগঞ্জ উপজেলা ও গাজীপুর সদর উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
জেলার তিনটি উপজেলায় মোট ভোটকেন্দ্র ২৫৮টি। এর মধ্যে ৯১টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
তিনটি উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী ১৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৬লাখ ৯৬ হাজার ৬৮০ জন।
নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
এএইচ
আরও পড়ুন